ক্যালিফোর্নিয়ায় স্কুল ডেস্ক থেকে বন্দুক ও ম্যাগাজিন উদ্ধার
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর একটি স্কুলের সেকেন্ড গ্রেড ছাত্রের ডেস্ক থেকে একটি বন্দুক এবং আরেকটি লোড করা ম্যাগাজিন উদ্ধার করেছে কর্তৃপক্ষ। অন্য সহপাঠীদের কাছ থেকে তথ্য পেয়ে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
স্যাক্রামেন্টো সিটি ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার অ্যাডওয়ার্ড ক্যাম্বেল এলিমেন্টারি স্কুল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, স্কুল স্টাফ পুলিশকে খবর দিলে তারা এসে অস্ত্র উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।
স্কুল ডিস্ট্রিক্ট জানায়, ‘আমরা কৃতজ্ঞ যে এই ঘটনা খারাপ কোনোদিকে মোড় নেয়নি ও টেক্সাসের ঘটনার মতো কোনো কিছু হয়নি। ছাত্রদের সাহসিকতা ও সচেতনতার কারণেই বড় দুর্ঘটনা ঘটেনি’।
দুইদিন আগে টেক্সাসে ১৮ বছর বয়সী এক ছাত্রের গুলিতে ২ শিক্ষকসহ ১৯ জন মারা গেছেন। পরে সে পুলিশের গুলিতে মারা যায়।
তবে স্যাক্রামেন্টোর ঘটনা নিয়ে এর বেশি বিস্তারিত এখনও জানায়নি পুলিশ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন