ফুলারটনে সড়ক দুঘর্টনায় ১ জনের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
সোমবার সকালে (২৮ তারিখ) ফুলারটনে সড়ক দুঘর্টনায় একজন বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছে।
দুঘর্টনাটি সকাল ৫টা ৫৪ মিনিটের দিকে চ্যাপম্যান অ্যাভিনিউতে ঘটে। দুঘর্টনার কারণে চ্যাপম্যান এভিনিউয়ের দুই মুখ যথা হ্যারিংটন ড্রাইভ এবং ভিক্টোরিয়া ড্রাইভ বন্ধ করে দেওয়া হয়।
পুলিশ জানায়, চ্যাপম্যান এভিনিউয়ের পশ্চিমমুখী লেনে একজন ব্যক্তি গাড়ি চালনার সময় বৃদ্ধ ব্যক্তিটির ওপর গাড়ি উঠিয়ে দেয়। বৃদ্ধ ব্যক্তিটি তখন জেব্রাক্রসিং ব্যবহার না করে রাস্তা পার করছিলো। চালক ঘটনাস্থলেই উপস্থিত ছিলো। পুলিশ ধারণা করছে যে এই ঘটনায় কোন মামলা দায়ের করা হবে না।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন