পামডেইলে বন্দুক হামলায় আহত ১ নারী
ছবি: এলএবাংলাটাইমস
রবিবারে (২৭ মার্চ) পামডেইলে নিজ বাসভবনে একজন নারী বন্দুক হামলায় আহত হয়েছেন।
কেরলসাইড এভিনিউয়ের ৩৮৫০০ নং ব্লকে সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নারীটির বাসভবনের বাইরে থেকে গুলি চালানো হলে, তা জানালার মাধ্যমে ঢুকে নারীর গায়ে বিদ্ধ হয়।
আহত নারীটিকে লস এঞ্জেলেসের চিল্ড্রেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ এখনও ঘটনাটির তদন্ত করছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন