লস এঞ্জেলেসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত ৩
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের এনাহেইম এলাকায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এনাহেইম পুলিশ ডিপার্টমেন্ট এই তথ্য জানিয়েছে।
পুলিশ ডিপার্টমেন্ট জানায়, সোমবার (২৮ মার্চ) ভোররাত ২টার দিকে হার্বর বেলোভার্ড অ্যান্ড লা পালমা অ্যাভিনিউ- এর কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে।
এনাহেইম পুলিশের এক অফিসার জানান, ‘আমার ২০ বছরের চাকরি জীবনে এমন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা আমি দেখিনি’।
এক তদন্তে দেখা গেছে, ইন্টারসেকশনের কাছে দুর্ঘটনার শিকার মার্সিডিজ বেঞ্জের চালক গতি বৃদ্ধি করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দেয়ালে ধাক্কা মারে। গতির তীব্রতায় গাড়িটি দুইভাগে ভাগ হয়ে যায় এবং ফায়ার হাইড্রেন্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
পুলিশ জানায়, গাড়ির ভিতরে পুড়ে একজনের মৃত্যু হয়। অন্য আরেকজনের মৃতদেহ সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় এবং অন্য আরেক ব্যক্তিকে পুলিশ গাড়ি থেকে মৃত অবস্থায় বের করে আনে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন