শওকত মাহমুদকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে ক্যালিফোর্ণিয়া বিএনপি-
সাংবাদিকদের সংগঠন বিএফইউজের সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব শওকত মাহমুদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আব্দুল বাছিত ও সিনিয়র নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় লস এঞ্জেলেসে একটি প্রতিবাদ সভার আয়োজন করে ক্যালিফোর্ণিয়া বিএনপি।
ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি, বিশিষ্ট কম্যুনিটি লিডার মো. আব্দুল বাছিত বলেন সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। দেশের সাংবাদিক সমাজ এ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অবৈধ সরকার মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছে। এখন আবার সাংবাদিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। এভাবে সাংবাদিকদের ওপর অত্যাচার-নির্যাতন করে সরকার ক্ষমতা আঁকড়ে থাকতে চায়। কিন্তু তাদের সে আশা কখনো পূরণ হবে না।
সিনিয়র সহ সভাপতি জনাব মুর্শেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর অত্যাচার-নির্যাতন করে অতীতে কোনো সরকার টিকতে পারেনি। এ অবৈধ আওয়ামী সরকারও পারবে না।
অনুষ্ঠানে নিন্দা ও ক্ষোভ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সহ সভাপতি মাহবুবুর রহমান শাহীন, যুগ্ম সম্পাদক বদরুল আলম চৌধুরী শাহীন, সহ সাংগঠনিক সম্পাদক মারুফ খান, যুব বিষয়ক সম্পাদক লায়েক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, যুবনেতা বদরুল আলম মাসুদ প্রমুখ।
ক্যালিফোর্ণিয়া বিএনপি'র নেতৃবৃন্দ বলেন, অবৈধ আওয়ামী সরকার আজ দিশাহারা, সামান্য একটি সংবাদ সম্মেলনকেও আজ তারা ভয় পাচ্ছে। তাই প্রতিহিংসায় মেতে উঠে বিরোধী দলের ওপর স্টিম রোলার চালাচ্ছে, এরই অংশ হিসেবে বিরোধীদলীয় নেতাকর্মীদের নানা অজুহাতে গ্রেফতার করা হচ্ছে। দেশ ও জাতি আজ ভয়াবহ এক সংকটে পড়েছে।
দেশে গুম, খুন, সন্ত্রাস, দখলবাজি, চাঁদাবাজি, হুমকি, মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে হয়রানি ও গ্রেফতার বাণিজ্য ক্রমাগত বেড়েই চলেছে। সারা দেশে শিশু নির্যাতন-হত্যা ও নারী নির্যাতন এমন ভয়াবহ আকার ধারণ করেছে যে, মনেই হয় না বাংলাদেশ কোন সভ্য দেশ এবং দেশে কোন সরকার আছে। একের পর এক ব্লগার হত্যার ঘটনা ঘটছে, কিন্তু অবৈধ আওয়ামী সরকার নির্বিকার। দেশের কোন নাগরিকই আজ নিরাপদ নয়। এমন কি মায়ের পেটে শিশুও আজ ছাত্রলীগের গুলি খায়! এসবের ফলাফল সরকারের জন্য কোনভাবেই শুভ হবেনা। সাংবাদিক শওকত মাহমুদ, সম্পাদক মাহমুদুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ডা: খন্দকার মোশাররফ, ছাত্রদল সভাপতি রাজিব আহসান-সহ আটককৃত সকল বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবি করেন ক্যালিফোর্ণিয়া বিএনপির নেতৃবৃন্দ।
শেয়ার করুন