সান্তা ক্লারিটায় বন্দুক হামলার শিকার গর্ভবতী নারী
ছবি: এলএবাংলাটাইমস
শনিবারে (২ জানুয়ারি) সান্তা ক্লারিটায় একজন গর্ভবতী নারী বন্দুক হামলার শিকার হয়েছেন। আহত নারীটি পেটে গুলিবিদ্ধ হয়েছে।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের বিভাগ জানায়, ফ্লোরাবুন্দা রোডের ২৯২০০ নং ব্লকে রাত ১টা ৫৫মিনিটের দিকে এই হামলা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে অফিসার ৫ মাসের গর্ভবতী একজন নারীকে আহত অবস্থায় পায়।
ভুক্তভোগীর পেটে গুলির আঘাত ছিলো। আহত নারীকে তাৎক্ষনিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে নারী ও তার গর্ভের সন্তান উভয়ই স্থিতিশীল অবস্থায় আছে।
তদন্তকারীরা জানায়, এই হামলায় একজন ব্যক্তি জড়িত। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন