পার্কিং লটে বন্দুক হামলায় আহত ৩
ছবি: এলএবাংলাটাইমস
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় টরেন্সের ডেল আমো ফ্যাশন সেন্টারের পার্কিং লটে একটি বন্দুক হামলা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছে।
টরেন্স পুলিশ বিভাগ হামলার সংবাদ শুনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা পৌছে সেখানে একাধিক গুলির খোলস খুঁজে পান।
পুলিশ জানায়, হামলাকারীরা সংখ্যা ৩-৪ জনের মত ছিলো। তাঁরা ৩ ভুক্তভোগীকে আচমকা হামলা চালিয়ে আহত করে। ঘটনাস্থলে থেকে তাঁরা একটি এসইউবি চুরি করে পালিয়ে যায়।
আহতদেরকে কাইজার পার্মানেন্ট সাউথ বে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ১ জনের অবস্থা স্থিতিশীল ও বাকি ২ জনের খবর এখনো পাওয়া যায়নি।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন