লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
লস এঞ্জেলেসে গুলিবিদ্ধ হয়ে কিশোরের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের বয়েল হাইটসের একটি বিনোদন কেন্দ্রের বাইরে গুলিবিদ্ধ হয়ে এক টিনএজের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, ফার্স্ট এলিমেন্টারি স্কুলের নিকটবর্তী ই-সেকেন্ড স্ট্রিটের ২৮০০ ব্লকে এভারগ্রিন রিক্রিয়েশন সেন্টারের বাইরে শিট দিয়ে ঢাকা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
লস এঞ্জেলেস পুলিশ জানায়, বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।
এই ঘটনার সাথে যুক্ত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। অন্য আরেক ব্যক্তিকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
এই গোলাগুলির বিষয়ে এর বেশি কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
লস এঞ্জেলেসের ওই অঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে গুলিতে দ্বিতীয় টিনএইজ কিশোরের মৃত্যু এটি।
এর আগে সোমবার আরেকাটি ১২ বছরের কিশোরের মৃত্যু ঘটেছে। দুই ব্যক্তি গাড়ি দিয়ে এসে ওই কিশোরকে উইলমিংটন পার্ক এলিমেন্টারি স্কুলের সামনে গুলি করে হত্যা করে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন