লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
লস এঞ্জেলেসে পৃথক বন্দুক হামলায় মৃত ১, আহত ২
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের ওইলমিংটনে বন্দুক হামলার ঘটনায় ১১ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছেন ২০ বছরের এক তরুণী।
এর আগে এই বন্দুক হামলাস্থলের থেকে কিছুটা দূরে গুলিতে নয় বছরের আরেকটি কিশোরী আহত হয়েছে। এই দুইটি হামলাই সোমবার (৬ ডিসেম্বর) বিকালে ঘটে।
বিকাল ৫টার দিকে ওই নয় বছরের মেয়েটি গুলিতে আহত হওয়ার পরই সেখানে লস এঞ্জেলেস পুলিশ এবং অগ্নি নির্বাপকের দল সেখানে উপস্থিত হয়। উইলমিংটন পার্ক এলিমেন্টারি স্কুলের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানায়, এর একটি দূরেই এন ইউব্যাংক অ্যাভিনিউ এর ৮০০ ব্লকের কাছে আরেকটি গোলাগুলির ঘটনায় ১১ বছরের এক কিশোর ও ২০ বছরের এক তরুনী আহত হয়।
আহত অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিসারত অবস্থায় কিশোরের মৃত্যু হয়। তবে ওই তরুণীর অবস্থা এখনো স্থিতিশীল।
পুলিশ জানায়, এক মিনিটের ব্যবধানে এই দুইটি হামলা ঘটে। তবে দুইটি হামলার কারণ একই কীনা, তা এখনো নিশ্চিত নয়।
এদিকে হামলাকারীদের সম্পর্কে এখনোও কোনো বৃত্তান্ত জানানো হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন