লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে মৃত ৪
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) এই ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে এই হতাহতের ঘটনাটি ঘটে।
এখন পর্যন্ত মৃতদের পরিচয় শনাক্ত করা যায়নি। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি এখনো জানা যায়নি।
কর্তৃপক্ষ জানায়, ক্যালিফোর্নিয়ার ভিসালিয়া এয়ারপোর্টের কাছে শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিমান দুর্ঘটনার খবর পেয়ে ডেপুটিরা সেখানে উপস্থিত হোন।
ডেপুটিরা উপস্থিত হয়ে সেখানে বিধ্বস্ত অবস্থায় একটি সিঙ্গেল ইঞ্জিলচালিত বিমান দেখতে পায়। দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনা নিয়ে তদন্ত করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি বিধ্বস্ত হয়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন