করোনা থেকে সেরে উঠেছেন গারসেটি, ফিরছেন দেশে
ছবি: এলএবাংলাটাইমস
অবশেষে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে গ্লাসগোর স্কটক্যান্ড থেকে দেশে ফেরার পরিকল্পনা করেছেন লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি।
মেয়র অফিস সূত্র জানায়, রবিবার (১৪ নভেম্বর) তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন। মঙ্গলবার তিনি লস এঞ্জেলেসে এসে পৌঁছাবেন।
এর আগে স্কটল্যান্ডে জলবায়ু সংক্রান্ত কনফারেন্সে যোগ দিতে গ্লাসগো গিয়েছিলেন মেয়র। সেখানেই করোনায় আক্রান্ত হোন তিনি। এরপর সেখানকার স্থানীয় হোটেলেই তিনি কোয়ারেন্টাইনে ছিলেন। তবে সেখানে থেকেই লস এঞ্জেলেস নিয়ে কাজ করে গেছেন তিনি।
গারসেটি এর আগে মেইলের মাধ্যমে তাঁর অধীনস্থ কর্মীদের জানান তিনি জ্বর অনুভব করছেন এবং ঠান্ডা লাগার মতো উপসর্গ রয়েছে।
করোনা টিকার ঘোর সমর্থক এরিক গারসেটি বলেন, 'যাদের করোনা হয়েছে, তারা জানেন এটি কতোটা ভয়াবহ ভাইরাস। তবে আমি সুস্থই আছি। খানিকটা জ্বর এসেছিল এবং ঠান্ডা ছিল। টিকা গ্রহণের ফলেই আমি মারাত্মক অসুস্থ হইনি'।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন