লং বিচে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে
গত ১৬ আগষ্ট ২০১৫ বাংলাদেশী ঐতিহ্যে বাংলাদেশ কাইট ফেডারেশন ও লংবিচ কাইট ফেস্টিভাল, ক্যালিফোর্নিয়ার আয়োজনে লংবিচের সমুদ্র সৈকতে দ্বিতীয় বারের মত ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এসময় সেখানে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়। হাতে নাটাই , আকাশে রঙ্গিন ঘুড়ি।কে কার চেয়ে ভাল উড়াতে পারে, তা দেখানোর প্রতিযোগিতা।
রবিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ উৎসব হয়।
লংবিচের ওশান ব্যুলেবার্ড ও গ্রানাডা স্ট্রীট এর কাছাকাছি এলাকাতে প্রবাসী বাংলাদেশীদের এই ঘুড়ি উৎসব হয়েছে।
এ প্রতিযোগিতার পাশাপাশি সমুদ্র সৈকতে শিশু ও নারীদের জন্য ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পুরস্কারঃ ঘুড়ি প্রতিযোগীতার জন্য ১ম স্থান, ২য় স্থান ও ৩য় স্থান মোট তিনটি পুরস্কার ছিল।
লস এঞ্জেলেসে বসবাসরত প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উৎসবে যোগদান করে।
শেয়ার করুন