শুক্রবার আবারও লস এঞ্জেলেসে বৃষ্টি, তবে সপ্তাহান্তে আবহাওয়া শুষ্ক থাকবে
লং বিচের শিক্ষাপ্রতিষ্ঠানে আর করোনা পরীক্ষা লাগবে না
ছবি: এলএবাংলাটাইমস
লং বিচ ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, যেসব শিক্ষার্থী করোনার টিকা গ্রহণ করেনি, তাদের আর নিয়মিত করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না।
মূলত পরীক্ষায় করোনা শনাক্তের হার খুব কম থাকার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় লং বিচ স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ।
লং বিচ স্কুল ডিস্ট্রিক্টের সুপারইন্টেনডেন্ট জিল বেকার বলেন, স্কুল খোলার প্রথম তিন সপ্তাহে ৬০ হাজার জন শিক্ষার্থীকে করোনা পরীক্ষা করানো হয়। এর মধ্যে মাত্র ১ শতাংশের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়।
বেকার স্কুল কমিউনিটির উদ্দেশ্যে লেখা চিঠিতে উল্লেখ করেন, 'গত কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থী এবং তাদের পরিবার ও স্কুল কর্মীদের অব্যাহত চেষ্টায় এই ইতিবাচক সুফল পাওয়া গেছে'।
অন্তত এক সপ্তাহ শিক্ষার্থীদের করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না। এর মধ্যে স্কুল ডিস্ট্রিক্ট তথ্যগুলো পর্যালোচনা করে দেখবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন