শুক্রবার আবারও লস এঞ্জেলেসে বৃষ্টি, তবে সপ্তাহান্তে আবহাওয়া শুষ্ক থাকবে
সান্তা বারবারা কাউন্টি কারাগারে করোনার প্রাদুর্ভাব
ছবি: এলএবাংলাটাইমস
শনিবারে সান্তা বারবারা কাউন্টি শেরিফের বিভাগ জানিয়েছে যে সান্তা বারবারা কাউন্টি কারাগারে করোনার প্রাদুর্ভাব দেখা গিয়েছে। .
১২ই আগস্ট সর্বপ্রথম এই প্রাদুর্ভাবের খবর পাওয়া যায় এবং কারাগারের ১১জন বন্দী সহ ১ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়। এখন পর্যন্ত কারাগারের ৬৫জন বন্দী করোনা আক্রান্ত হয়েছে যার মধ্যে ১৭ জন এখন সুস্থ। এর পাশাপাশি ৪ জন কর্মচারীও করোনা আক্রান্ত হয়েছে।
শেরিফের বিভাগ জানিয়েছে, করোনা আক্রান্তদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ও তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শুক্রবার ও শনিবারে কারাগারের পশ্চিম অংশের সকল বন্দীকে পরীক্ষা হয়েছে।
আগামী তিনদিন কারাগারের সকল কর্মচারীকে পরীক্ষা করা হবে। তারপর সান্তা বারবারা কাউন্টির জনস্বাস্থ্য অফিসার দৈনিক পরীক্ষা চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন