লস এঞ্জেলেসে পুলিশের উপস্থিতিতে ছেলের সামনে মাকে গুলি করে হত্যা, ঘাতকও নিহত
ডেনিজ
ব্যারি নামের ৪৪ বছর বয়স্ক এক কৃষ্ণাঙ্গ মহিলা বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ,
তার ছেলে মারাত্মক ভাবে আহত হয়েছে। অন্যদিকে সেই ঘাতক আক্রমণকারী পুলিশের গুলিতে
নিহত হয়েছে। গত ১লা এপ্রিল বুধবার বিকালে লস এঞ্জেলেসের হাউথ্রনে এ ঘটনা ঘটে।
হাউথ্রনের রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন ডেনিজ ব্যারি ও তার ১২ বছরের ছেলে। গাড়িতে চলার সময় বিশেষ কিছু লোকের সাথে তাদের চোখের দৃষ্টি বিনিময় হয় । তারা তাদের দিকে তাকিয়ে হেসে ছিল। একসময় তাদের মনে হল কেউ তাদের ফলো করছে। তাই তারা টহল পুলিশ অফিসারের নিকট অভিযোগ করলো যে, কেউ তাদের ফলো করছে। অফিসার তাদের দাড়াতে বলল। এসময় হটাত একটা গাড়ি আসে এবং তাদের কয়েক ফুট সামনে দাঁড়ায়। কোন কিছু বুঝে অথার আগেই একজন বের হয়ে - ব্যারি ও তার ছেলে কে লক্ষ করে গুলি করতে থেকে । ঘটনাস্থলেই ব্যারির মারা যায়। এসময় পুলিশ অফিসার গুলি করে ঐ ঘাতককে মেরে ফেলে। ঘাতকদের গাড়িতে থাকা অন্যদের গ্রেফতার করা হয়েছে।
গুলিতে মারাত্মক আহত আহত অবস্থায় ১২ বছরের ছেলেটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে বলে জানা যায়।
শেয়ার করুন