“বাফলা”র বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভ্যালের সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন
ডাকছে বাংলাদেশ প্যারেড
বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস - বাফলা সব বছরের ন্যায় এবারও মহান
স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভ্যালের আয়োজন করেছে। এবারের
আয়োজন একটু বেশি জাঁকজমক পূর্ণ । সর্বশেষ প্রস্তুতি সভাও অনুস্থঠিত হয়েছে। এ সভাতে জানানো
হয়, পারকিং এর জায়গা পরিবর্তন হয়েছে । নতুন পরিবর্তিত পারকিং এর জায়গাঃ Manna
Methodist Korean Church (4th Corner) and Normandy । জিপিএস অনুযায়ী হলো, 433 S.
Normandie Avenue, Los Angeles, CA 90020 । জায়গাটি প্যারেডের জায়গা থেকে কিছুটা দূরে ।
তাই পারকিংয়ের জায়গা থেকে প্যারেডের জায়গা পর্যন্ত হলুদ ট্যাক্সি ক্যাবের ব্যবস্থা করা হয়েছে
আয়োজকদের পক্ষ থেকে , যাতে প্যারেডে অংশ গ্রহনকারীদের যাতায়াতে সুবিধা হয়। হলুদ রঙের
ট্যাক্সি ক্যাব Virgil Middle School এর কাছে থাকবে। উক্ত স্কুলের ঠিকানাঃ152 North Vermont
Avenue, Los Angeles, CA 90004 ।উল্লেখ্য, আগামী ২৮শে ও ২৯শে মার্চ ২০১৫, দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এবারের বাংলাদেশ ডে প্যারেডে বিভিন্ন শহরের ১৪ জন সম্মানিত মেয়রদের আমন্ত্রন জানানো
হয়েছে। উদ্ভোধনী অনুষ্ঠান শুরু হবে ২৮শে মার্চ শনিবার স্থানীয় সময় বিকাল ০৪টায়। স্থানঃ 152 N.
Vermont Ave. Los Angeles, CA 90004 । উক্ত অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার
আয়োজন করা হয়েছে। ২য় দিন ২৯শে মার্চ রবিবার দুপুর ২টা থেকে বাংলাদেশ প্যারেড শুরু হবে।
বাংলাদেশের নাম করা শিল্পীরা ও স্থানীয় শিল্পীরা এতে অংশ নিবেন। নাচ,গান,অভিনয় সহ রয়েছে
আরো অনেক আকর্ষণীয় পরিবেশনা। আমন্ত্রিত অতিথি শিল্পীদের মধ্যে রয়েছেন , জনপ্রিয় কণ্ঠশিল্পী
এস আই টুটুল, পার্থ বড়ুয়া, মৌসুমি বড়ুয়া, বিউটি দাস। ইতিমধ্যে শাইখ সিরাজসহ অন্যান্য
শিল্পীরাও আসতে শুরু করেছেন।আশা করি সবাই অংশ নিয়ে বাংলাদেশ ডে প্যারেড কে সার্থক করে
তুলবেন। যে কোন জানতে,আসার রাস্তা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে এবং জরুরি প্রয়োজনে অনুসন্ধানের জন্য
যোগাযোগ করুন : #মুরশেদুল ইসলামঃ- ২১৩-২০০-৭৮৪৫,#আকবর আশরাফঃ- ২১৩-৯২৬-২৯৫৯
শেয়ার করুন