বিখ্যাত শিল্পী মামুন রিয়াজীর ১০তম একক চিত্র প্রদর্শনী
শিল্পী মামুন রিয়াজী
আগামী ১০ই এপ্রিল ২০১৫ তারিখ শিল্পী, কলামিস্ট, কার্টুনিস্ট, অভিনেতা মামুন রিয়াজীর ১০তম একক চিত্র প্রদর্শনী ভেন্টুরা নিউ এজ আর্ট গ্যালারী ইউ এস এ -তে প্রদর্শন হতে যাচ্ছে । শিল্পীর ১০০টির মত চিত্রকর্ম সহ তার তৈরি ও কম্পোজ করা আকর্ষণীয় ঘড়ির ডিজাইন প্রদর্শিত হবে । শিল্পী মামুন রিয়াজী ৮০,র দশকে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন । চলচিত্রসহ তার সম্পাদনায় প্রকাশিত হত দুটো মাসিক পত্রিকা, কার্টুন ব্যাঙ্গ এবং বসুন্ধরা মাসিক পত্রিকা ।
চিত্রঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শিল্পী মামুন রিয়াজী
বাংলাদেশ টেলিভিশনের “যদি কিছু মনে না করেন” অনুষ্ঠানসহ নব “কল্লোল”, “ আনন্দ মেলা”, “রুপকথা নয়” নাটকে অভিনয়ে ছিলেন প্রধান চরিত্রে । প্রশংসীত হয়েছিলেন প্রচুর । ৮৫’তে তার তৈলচিত্রের একক প্রদর্শনী হয় ঢাকা সোনারগাঁও হোটেলে । তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী চিত্র প্রদর্শনী উদ্ভোধন করেন । এসময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিঃ হাওয়ার্ড বিসেফার বিশেষ অতিথি ছিলেন । শিল্পী মামুন রিয়াজীর চিত্রের বিষয় বস্তু ছিল “মাদার তেরেসা এবং মানুষ” ।
চিত্রঃ মাদার তেরেসার সাথে শিল্পী মামুন রিয়াজী
যথার্থ সময় মাদার তেরেসা বাংলাদেশ ভ্রমনে আসেন এবং শিল্পীর চিত্রকর্ম দেখে ভূয়সী প্রশংসা করেন । তিনি মামুন রিয়াজীর একটি চিত্রকর্মও সংগ্রহ করেন।
চিত্রঃ "মেঘ বিজলী বাদল" ছবিতে জাফর ইকবাল,রোজি সামাদ ও শিল্পী মামুন রিয়াজী
চিত্রঃ ডঃ ইউনুসের সাথে শিল্পী মামুন রিয়াজী
আসন্ন এবারের ১০তম প্রদর্শনীতে শিল্পীর মোট ১০০টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল লাইলা হোসেইন, বিশেষ অতিথি থাকবেন অকল্যান্ড সিটি মেয়র মিঃ টিম মিলন, ভেন্টুরা কাউন্টি সুপার ভাইজার জন জোরোগোজা, ডঃ রবার্ট হপার , ইউ সি এস ডি প্রফেসর ডঃ ইউলিয়াম , ডঃ নাজমুল উল্লা, ডঃ রইস আকন্দ এবং ডঃ সিরাজ উল্লাহ ।
শেয়ার করুন