লস এঞ্জেলেসে বঙ্গবীর জেনারেল এম এজি ওসমানীর ৩১ তম মৃত্যুবার্ষিকী
গত ১৬ ফেব্রয়ারি ছিল মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এজি ওসমানীর ৩১ তম মৃত্যুবার্ষিকী । তিনি ১৯১৮ সালে তার বাবার কর্মস্থল সিলেটের সুনামগঞ্জে জন্ম গ্রহণ করেন । তার পিতার খানবাহাদুর মফিজুর রহমান। জেনারেল আতাউল গণি ওসমানী ১৯৪০ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নে অধিনায়ক নিযুক্ত হন। তিনি চট্রগ্রাম সেনানিবাস প্রতিষ্ঠা করেন ১৯৬৬ সালে তিনি কর্নেল পদ মর্যাদা লাভ করেন। ১৯৭৬ সালে তিনি রাজনৈতিক দল জনতা পার্টি প্রতিষ্ঠা করেন। এম এজি ওসমানী ১৯৭৮ এবং ১৯৮১ সালে পেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারিতে জেনারেল আতাউল গণি ওসমানী ক্যান্সারে আক্রান্ত হয়ে লন্ডনে ইন্তেকাল করেন। এদিকে জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে নানান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। অনুরুপ লস এঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশীদের “ওসমানী সৃতি সংসদ” বঙ্গবীর জেনারেল এম এজি ওসমানীর ৩১ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে । উক্ত স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠানে সকল প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানানো হয়েছে । স্থানঃ Lal Mirch Indian Restaurant, 5146 Kanan Road, Agoura Hills, CA 91301. তারিখঃ রবিবার ২২শে ফেব্রয়ারি ২০১৫ । সময়ঃ দুপুর ২.০০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত ।
শেয়ার করুন