আপডেট :

        নির্বাচনের ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই

        হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ

        আসছে নতুন দল: উপদেষ্টা নাহিদ

        ঢাকায় এসে নিখোঁজ হওয়া সুবাকে দেখা গেল ক্যামেরায়

        ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নাগরিকদের তথ্য সংগ্রহ

        ইমিগ্রেন্ট ছাড়া একদিন: লস এঞ্জেলেসের প্রতিবাদ রাতেও অব্যাহত

        ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নাগরিকদের তথ্য সংগ্রহ

        মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত, চীনের সঙ্গেও আলোচনা হবে

        যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক চীনের

        নিউইয়র্কে বাড়ির সামনে বাংলাদেশিকে গুলি

        হাসিনা-রেহানাদের ৪ বাগানবাড়ি, আছে ডুপ্লেক্স ভবনও

        বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ করার নির্দেশ

        এবার ইউরোপে শুল্ক আরোপের হুমকি

        মৌলভীবাজারে যুবলীগ নেতা রুহুল আমিন আটক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হানবে দুইটি ঝড়

        লস এঞ্জেলেসে হাজারো মানুষের বিক্ষোভ, ১০১ ফ্রিওয়েতে তীব্র যানজট

        প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে গ্র্যামিতে কান্ট্রি অ্যালবামের পুরস্কার

        অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ়করণ

        এলিমিনিটরে লড়াইয়ের আগে দলের শক্তিও বাড়ায় রংপুর

        কিছুদিন পর দেখব খুনিরা বাইরে

সফল হলো বাফলার তহবিল সংগ্রহের অনুষ্ঠান

সফল হলো বাফলার তহবিল সংগ্রহের অনুষ্ঠান

গত ১৫ই ফেব্রুয়ারি রবিবার এ মনোজ্ঞ সন্ধ্যায় সফল ভাবে আয়োজিত হলো বাফলার তহবিল সংগ্রহ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনার । অনুষ্ঠানটি লস এঞ্জেলেস গার্ডেন স্যুট হোটেলে আয়োজন করা হয় । খুব জমকালো এ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সকল স্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীগন ।

আগামী ২৭ ও ২৮ শে মার্চ বাংলাদেশ প্যারেড উপলক্ষে ফান্ডরাইজিং ও সংস্কৃতিক অনুষ্ঠানের এ আয়োজন করা হয় ।কোন প্রকার ধর্মীয় প্রার্থনা ছাড়াই অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানটি পরিচালনা করেন বাফলার জেনারেল সেক্রেটারি আবু হাসনাত রায়হান এবং সংস্কৃতিক সম্পাদক সাইদ হোসেন বাবু । শুরুতে পরিবেশন করা হয় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত । বাফলার সঙ্গীত পরিবেশনা করা হয় । এসময় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করে এক মিনিট ও স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক, সিলেটের কৃতি সন্তান জেনারেল এম জি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরও এক মিনিট নিরাবতা পালন করা হয় । তাদের আত্মার শান্তি কামনা করা হয় ।


ছবি : এল এ বাংলা টাইমস



ছবি : এল এ বাংলা টাইমস


প্রথমে বাফলার সকল দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদেরপরিচয় করিয়ে দেয়া হয়। তারপর বাফলার প্রেসিডেন্ট জনাব শিফার চৌধুরী বক্তব্য প্রদান করেন । তিনি সকল আগত অতিথি দের স্বাগতম জানান । তিনি বলেন, বাফলা মানে বাংলাদেশ। বাফলা বিগত এক দশকে প্রমাণ করেছে যে আমরা কোন দলের নই, আমরা কোন গোষ্ঠির নই। লস এঞ্জেলেসের সকল প্রবাসীদের সংগঠন হচ্ছে বাফলা, সকল সংগঠনেরসংগঠন হচ্ছে বাফলা। কাজেই বাফলা'কে বিগত দিনের মতো আগামীতেও প্রবাসী কম্যুনিটিই এগিয়ে নিয়ে যাবে । এ সময় তিনি সভাপতি হিসাবে তার দুই মেয়াদের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন । তিনি আসন্ন বাংলাদেশ ডে প্যারেডের আয়োজন নিয়ে আলোকপাত করেন ।


ছবি : এল এ বাংলা টাইমস

প্রেসিডেন্ট আরো বলেন, বাফলা সম্পুর্ন রাজনীতিমুক্ত একটি সংগঠন । এই সংগঠনের প্রধান উদ্দেশ্য কমিউনিটির সেবা করা। তাই রাজনীতির কথা বলে এই সংগঠন থেকে যারা বাইরে আছেন,তাদের বাফলার সাথে সংযুক্ত হয়ে কমুনিটিকে শক্তিশালী করার অনুরোধ করেন । বাফলার বিরুদ্ধে হীনস্বার্থে মিথ্যা অপপ্রচার বন্ধের আহব্বান জানান তিনি । এ সময় তিনি বিগত দিনে বাফলার সাফল্য তুলে ধরেন ।


ছবি : এল এ বাংলা টাইমস

উল্লেখ্য , বাফলা প্রতিবছর বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ডে প্যারেডের আয়োজন করে । পূর্ববর্তী আয়োজনে প্রেসিডেন্ট জনাব শিফার চৌধুরীর নেতৃত্বে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের হেলিকাপ্টার বাংলাদেশ ও আমেরিকার পতাকা উড়িয়ে শহরের আকাশ প্রদক্ষিণ করে । শহরের বাস্ততম রাস্তা বন্ধ রেখে বাংলাদেশের পতাকা হাতে প্যারেড করে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরে । যা আসলেই গর্বের বিষয় ।
এবারের বাংলাদেশ ডে প্যারেডে বিভিন্ন শহরের ১৪ জন সম্মানিত মেয়রদের আমন্ত্রন জানানো হয়েছে । বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজ উপস্থিত থাকবেন বলে জানানো হয় । মিডিয়া পার্টনার হিসাবেও থাকছে চ্যানেল আই । এবারের প্যারেডে হেলিকপ্টার সহ ফ্লাওয়ার ফ্লোট রাখা হয়েছে । এ ছাড়া যে সব প্রবাসী কোন সংগঠনের সদস্য নন , তাদের জন্য “LOS ANGELES BANGLADESHIS” নামে একটি ব্যানার রাখা হবে বলে অনুষ্ঠানে জানানো হয় । যাতে সবাই অংশ গ্রহন করতে পারে ।


ছবি : এল এ বাংলা টাইমস

এরপর মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা কবিতা,নৃত্য ও গান পরিবেশন করেন ৷ বাংলাদেশ থেকে আগত ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী বিউটি দাস ছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ । তার সংগীত পরিবেশনা সবাইকে মুগ্ধ করে । সুস্বাদু ডিনারের পর র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে বাফলার তহবিল গঠনে সহায়তার প্রতিশ্রুতি দেয়া হয় । এ সময় লস এঞ্জেলেসের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল LA BanglaTimes-র পরিচালক আবদুস সামাদ উপস্থিত ছিলেন । তিনি LA BANGLATIMES এর পক্ষ থেকে ৫০০ ডলার সহায়তা প্রদান করেন । রিয়েল এস্টেট কোম্পানি ঢাকা হোমস অনুষ্ঠানটির গ্র্যান্ড স্পন্সর ছিল ।


ছবি : এল এ বাংলা টাইমস



ছবি : এল এ বাংলা টাইমস



ছবি : এল এ বাংলা টাইমস



ছবি : এল এ বাংলা টাইমস



ছবি : এল এ বাংলা টাইমস



ছবি : এল এ বাংলা টাইমস



ছবি : এল এ বাংলা টাইমস



ছবি : এল এ বাংলা টাইমস



ছবি : এল এ বাংলা টাইমস

শেয়ার করুন

পাঠকের মতামত