লিটল বাংলাদেশে সিটি ও কমিউনিটির অংশগ্রহণে পরিচ্ছন্ন অভিজান
'কিপ ইয়োর সিটি ক্লিন, সেভ দ্যা ওয়াটার, সিটি এণ্ড কমিউনিটি ওয়ার্ক টুগেদার’ স্লোগানকে সামনে রেখে লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশ কমিউনিটি প্রতিষ্ঠার ৪র্থ বর্ষ উপলক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান চালায়। গত ৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায় স্থানীয় দেশীরেস্টুরেন্ট চত্তরে এ অনুষ্ঠান উদ্বোধন করেন লস এঞ্জেলেস সিটি কাউন্সিল ম্যন প্রেসিডেন্ট মি: হার্ব ডে ওয়েসন জুনিয়ার। এ সময় লিটল ববাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ সিটি কাউন্সিলকে বাংলাদেশ কমিউনিটির সাথে সহযোগিতার জন্য প্লাগ প্রদান করেন।ওয়েসন জুনিয়র বলেন, আমি বাংলাদেশ কমিউনিটির কর্মতৎপরতার ভিষণ ভাবে আপ্লুত। সিটি ও কমিউনিটিকে কিছু দেবার সক্ষমতা তারা ইতিমধ্যেই অর্জন করেছে। সকল সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। কমিউনিটি নেতা শামিম হোসেন ও ড: আবুল হাসেমের পরিচালনায় অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মমিনুল হক বাচ্চু, কাজী মশহুরুল হুদা, সামশুদ্দিন মানিক, আনিসুর রহমান, ইঞ্জিনিয়ার সালেহ কিবরিয়া, মুরাদ হামিদ খান, ড: জয়নাল আবেদীন, আশরাফ হোসাইন আকবর, সিটি সেফটি অফিসার আওলাদ হোসাইন, শফিউল আলম বাবু, মজিব সিদ্দিকী, তৌহীদ সোলায়মান খান তুহিন, মেহেদী হাসান, টিয়া হাবিব, শামসুল আরেফিন হাসিব, মুরশেদ আলম, জিল্লুর রহমান, আঞ্জুমান আরা শিউলি,সৈয়দ এম হোসাইন বাবু, আহমেদ ফয়সাল, বুলবুল সিনহা প্রমুখ।কর্মসূচিতে অংশ নেওয়া ভলেনটিয়ারদের জন্য লাল-সবুজের টি শার্ট প্রদান ও মুক্তিযোদ্ধা এনামুল হকের বিরিয়ানী এন্ড কাবাব হাউজে আপ্যায়নের ব্যবস্থা করেন আয়োজকবৃন্দ। নতুন প্রজন্মের তরুন'রা ব্যপক উৎসাহ উদ্দীপনার সাথে এই পরিচ্ছন্ন অভিজানে অংশ নেয়। নতুন প্রজন্মের পক্ষথেকে বক্তব্য রাখে বাংলাদেশী আমেরিকান উদীয়মান তরুণ শেখ জীবরান (১৪)। এরপর দুটি ভলেনটিয়ার গ্রুপ রাস্তার দুই পাশ দিয়ে লিটল বাংলাদেশ পরিচ্ছন্ন করতে অভিযান চালায়। স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও চলমান গাড়ি থেকে হর্ন বাজিয়ে বাংলাদেশীদের এ কর্মতৎপরতাকে স্বাগত জানান। এই পরিচ্ছন্ন অভিজানে লস এঞ্জেলেস সিটি সকল সরঞ্জাম সরবরাহ করে।
শেয়ার করুন