৫৫ মিলিয়ন ডলারের মাদক বাজেয়াপ্ত, ৩ সন্দেহভাজন ফেন্টানাইল পাচারকারী গ্রেফতার
মনের মানুষের রাগ ভাঙ্গাবেন কি ভাবে ?
আসুন জেনে নিন
ঝগড়া হয়েছে অনেক বারই কিন্তু এবার একটুবেশি বাড়াবাড়ি হয়ে গেছে৷ আর সেকারণেই বেজায়খাপ্পা আপনার মনের মানুষটি৷ আগে যতবারইঝগড়া হোক না কেন সমস্যা সহজেই মিটেছে৷ কিন্তুএবার যেমন তার রাগ আর কিছুতে কমতে চাইছে না৷তাই আপনার মনেও জমেছে একরাশ চিন্তা৷মাঝে মাঝে প্রেমের সম্পর্কে ঝগড়া হওয়া ভাল৷কিন্তু মনের মানুষ একটু বেশি অভিমানী হলে তাররাগ ভাঙানো একটু মুশকিল হয়ে পড়ে৷ তবে এবারদুশ্চিন্তা ছেড়ে দিন৷ মনের মানুষের রাগ ভাঙাবোনকিভাবে তারই কয়েকটি টিপস রইল আপনার জন্য৷অনেক সময় দোষ না করলেও ‘সরি’ নিজেই বলুন ৷সরি বললেই যে আপনি ছোট হয়ে গেলেন তা কিন্তুনয় ৷ দুপক্ষেপই যদি দোষ থাকে তবে কখনইএকা ঝগড়া করা যাবে না ৷ নিজে দোষকরলে তা স্বীকার করুন ৷ যদি আপনি ছোটখাট কোনভুলও করে থাকেন তাহলেও ক্ষমা চেয়ে নিন ৷এমনটা করলে আপনার মনের মানুষের রাগ বেশিক্ষণআর থাকবে না ৷অল্প সময়ের মধ্যেই যদি মনের মানুষের রাগভাঙাতে চান তবে শক্ত করে জরিয়ে ধরুন তাকে ৷এমনটা করলে মনের মানুষের রাগ নিমেষেই গলে জলহয়ে যাবে ৷ শক্ত আলিঙ্গন সাধারনত ভালবাসারপরিমাণ প্রকাশ করে ৷ আর মনের মানুষেরআভিমানী মুহুর্তে আলিঙ্গন তাকে আপনার আরওকাছে আনতে বাধ্য করবে ৷মনের মানুষ রাগ করে থাকলে তাকে তার পছন্দেরকোন জিনিষ উপহার দিতে পারেন ৷ তবে উপহারযে দামি কিছু হতে হবে তার কোন মানে নেই৷ তারপ্রিয় ফুল বা চকলেট উপহার দিতে পারেন ৷ হয়তপ্রথমে তিনি একটু মুখ গোমরা করে থাকবেন কিন্তুরাগ গলতে বেশি সময় লাগবে না ৷একটা গান মনে পড়ে গেল, ‘ভালবাসা মানে আর্চিসগ্যালারি’৷ তেমনই ভালবাসার মানুষের রাগ ভালানোরসবচেয়ে ভাল উপায় হলএকটা কার্ডে সরি লিখে তাকে পাঠানো ৷ আবারএকটা কার্ডে ম্যাজিক্যাল তিনটি শব্দ লিখেওতাকে দিতে পারেন ৷ এছাড়াও তার পছন্দেরএকটি কেক কিনে তার উপর সরি লিখেওতাকে দিতে পারেন ৷
শেয়ার করুন