যুদ্ধকালীন আইন ব্যবহার করে বহিষ্কার কার্যক্রমে বাধা পেলেন ট্রাম্প
কোরীয় উপদ্বীপের আকাশে মার্কিন বোমারু
উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার জবাবে কোরীয় উপদ্বীপের আকাশে গর্জন তুলল যুক্তরাষ্ট্রের সুপারসনিক বোমারু বিমান।
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের অধীনে থাকা দুটি বি-১ বোমারু বিমান শনিবার গুয়ামের অ্যান্ডারসেন বিমানঘাঁটি থেকে এসে কোরীয় উপদ্বীপের আকাশ প্রদক্ষিণ করে।
শুধু মার্কিন বোমারু বিমানই নয়, তার সঙ্গে ছিল জাপান ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান। কোরীয় উপদ্বীপ ও দক্ষিণ কোরিয়ায় ওসান বিমানঘাঁটির ওপর দিয়ে প্রদক্ষিণের গর্জন শোনা যায়।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক বিবৃতি অনুযায়ী, উত্তর কোরিয়া শুক্রবার যে আইসিবিএম এবং ৩ জুলাই যে হোয়ানসং-১৪ রকেট পরীক্ষা চালিয়েছে, সরাসরি তার প্রতিক্রিয়ায় কোরীয় উপদ্বীপে ১০ ঘণ্টার জন্য বোমারু বিমানের মহড়া চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের কমান্ডার জেনারেল টেরেন্স ও’সাউগনেসি বিবৃতিতে বলেছেন, ‘আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে উত্তর কোরিয়াই সবচেয়ে বড় হুমকি।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন