যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুখী শহর ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট —ছয় বছর ধরে শীর্ষে
বন্যায় ভাসছে ভারতের বিস্তীর্ণ অঞ্চল
প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ভাসছে ভারতের বিস্তীর্ণ এলাকা। গুজরাট রাজ্যে বন্যায় ইতিমধ্যেই মারা গেছেন ১২৯ জন। এছাড়া রাজস্থান, জম্মু-কাশ্মীর, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িষার বিস্তীর্ণ এলাকাও চলে গেছে পানির নিচে।
টানা বৃষ্টির ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তর গুজরাট ও পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিম রাজস্থানের বিভিন্ন জেলা। ত্রাণ ও উদ্ধার কাজে নামানো হয়েছে সেনা ও বিমানবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সীমান্ত নিরাপত্তা বাহিনীকে। এ পর্যন্ত নিচু এলাকাগুলো থেকে ৩০ হাজারেরও বেশি পানিবন্দি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে।
এরই মধ্যে গুজরাটের আবহাওয়া জানিয়েছে দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের নিম্নচাপের প্রভাবে গুজরাট অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড়ের আশংকার কথা। ওদিকে বন্যার ধ্বংসলীলায় রাজ্যটির রাজধানী আহমেদাবাদ বিমানবন্দর চলে গেছে পানির নিচে। এছাড়া রাজ্যে ২০৩টি বাঁধের মধ্যে ৩১টি বাঁধের জল বিপদসীমা পেরিয়ে গেছে। জলমগ্ন পাঁচটি জেলার প্রশাসনিক কর্তৃপক্ষ স্কুল-কলেজ বন্ধ রাখতে বলেছে৷ গুজরাটের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বাতিল করা হয়েছে বহু ট্রেন।
অবস্থা ভালো নয় রাজস্থানেরও। ওই রাজ্যের তিনটি জেলা বন্যায় বিপর্যস্ত। রাজ্যের একমাত্র শৈলশহর মাউন্ট আবুর কাছের দু’টি বাঁধ এবং বিখ্যাত নিকি লেকের পানি উপচে পড়ে ভেসে গেছে আশপাশের এলাকা। মানুষ আশ্রয় নিয়েছে বাড়ির ছাদে, এমনকি গাছেও।
মঙ্গলবার মধ্যরাতে জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি নামে। তারপর আসে বন্যা। এতে মারা যায় অন্তত জনা ছয়েক। এতে ভেসে যায় বহু ঘরবাড়ি, দোকানপাট। তলিয়ে যায় স্থানীয় জুমা মসজিদ। জাতীয় সড়ক সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। আটকা পড়ে বহু মানুষ।
পশ্চিমবঙ্গ,
ঝাড়খণ্ড ও ওড়িষার বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক। দামোদর ভ্যালি কর্পোরেশনের
বাঁধের ছেড়ে দেয়া নিয়ে চলেছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে রশি টানাটানি।
বাঁধের পানি ছাড়লে পশ্চিমবঙ্গের বহু এলাকা ডুবে যাবে। অথচ মাইথন ও
পাঞ্চেত জলাধার কানায় কানায় পূর্ণ। সেক্ষেত্রে পানি না ছাড়লে বাঁধ ফেটে
যাবার আশংকা। তাই বাঁধ বাঁচাতে বিপুল পানি ছাড়তে হবে দুর্গাপুর, ময়ুরাক্ষী
ও কংসাবতী বাঁধ থেকে। সেক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকার
হুঁশিয়ারি দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ।
সূত্র : ডয়চে ভেলে
শেয়ার করুন