যুদ্ধকালীন আইন ব্যবহার করে বহিষ্কার কার্যক্রমে বাধা পেলেন ট্রাম্প
‘নির্দেশ পেলে আগামী সপ্তাহেই চীনে পরমাণু হামলা’
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ পেলে চীনের বিরুদ্ধে পরমাণু হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে আমেরিকা।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্কট সুইফট একথা বলেছেন।
ট্রাম্প নির্দেশ দিলে আগামী সপ্তাহেই চীনে পরমাণু বোমা ফেলবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাম্প নির্দেশ দিলে আগামী সপ্তাহেই চীনের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে পারব।
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মুখপাত্র চার্লি ব্রাউন বলেন, মার্কিন সামরিক বাহিনীর ওপর বেসামরিক প্রশাসনের কর্তৃত্ব নিয়ে কাল্পনিক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন অ্যাডমিরাল সুইফট।
এদিকে
বিগত মাস থেকে অস্ট্রেলিয়ার উপকূলে দ্বিবার্ষিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে
অস্ট্রেলিয়া এবং আমেরিকা। মহড়ায় ৩৬ যুদ্ধজাহাজ, ২২০ বিমান এবং ৩৩ হাজার
সেনা অংশ নিয়েছে।
সূত্র : ইনডিপেনডেন্ট
শেয়ার করুন