যুদ্ধকালীন আইন ব্যবহার করে বহিষ্কার কার্যক্রমে বাধা পেলেন ট্রাম্প
লন্ডনে বাংলাদেশী দুই তরুণকে অ্যাসিড নিক্ষেপ
পূর্ব লন্ডনের বেথনালগ্রিন এলাকায় অ্যাসিড হামলার শিকার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই তরুণ। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৭টায় এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার এক তরুণের নাম সাখাওয়াত হোসেন। অপরজনের নাম জানা যায়নি।
লন্ডন পুলিশ জানায়, অ্যাসিড নিক্ষেপের বিষয়টি নিশ্চিত নয়। তবে অ্যাসিডের মতো মারাত্মক কোনো পদার্থ দিয়ে এ হামলা করা হয়েছে। যার ফলে দুই তরুণের মুখ ও ঘাড়ের চামড়া পুড়ে গেছে। এ ঘটনায় কাউকে এখনো গ্রেফতার করা যায়নি।
সম্প্রতি লন্ডনে একাধিক অ্যাসিড হামলায় সৃষ্ট আতঙ্কের মধ্যেই এ ঘটনা ঘটলো। এ নিয়ে গত দুই সপ্তাহে লন্ডনে দাহ্য পদার্থ দিয়ে এরকম হামলার সংখ্যা তিনে দাড়ালো। বেথনালগ্রিন পুলিশ স্টেশনের কাছে রোমান রোডে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা গেছে দুই তরুণের আক্রান্ত স্থানে পানি ঢালছেন পুলিশ ও হাসপাতালকর্মীরা। পরে তাদের হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ১৩ জুলাই লন্ডনের পাঁচটি ভিন্ন স্থানে দেড় ঘণ্টার ব্যবধানে এরকম হামলার ঘটনা ঘটে। ঘটনার তিন দিন পর বাংলাদেশী আবাসিক টাওয়ার হ্যামলেটসের মাইল অ্যান্ড এলাকায় দু’জনের ওপর দাহ্য তরল দিয়ে হামলা করা হয়।
কিছুদিন আগে এই আতঙ্কে ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্ট ব্লাস্ট টুর্নামেন্ট ছেড়ে দেশ ফিরে আসেন তামিম ইকবাল।
শেয়ার করুন