যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুখী শহর ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট —ছয় বছর ধরে শীর্ষে
যুক্তরাষ্ট্রে হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির সন্নিকটে উ.কোরিয়া
আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে উত্তর কোরিয়ার আর মাত্র বছরখানেক সময় লাগবে বলে তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাসমূহ।
গোয়েন্দা সংস্থার নতুন এ সতর্কবার্তায় বলা হয়েছে, এক বছরে মধ্যেই পরমাণু বোমাবাহী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পুনরায় আবহ মণ্ডলে ঢোকার ধকল সহ্য করার মতো সক্ষম হয়ে উঠতে পারবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র।
চলতি মাসের শুরুর দিকে প্রথম আইসিবিএমের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এ ক্ষেপণাস্ত্র আলাস্কায় পৌঁছতে পারবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর এ পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার আইসিবিএম নিয়ে নতুন করে কথা উঠেছে।
তবে,
৪জুলাই মার্কিন স্বাধীনতা দিবসে উত্তর কোরিয়া যে আইসিবিএমের পরীক্ষা করেছে
তা বিশ্বের সব জায়গায় আঘাত হানতে পারবে বলেই দাবি করেছে পিয়ংইয়ং।
সূত্র : এনওয়াই টাইমস
শেয়ার করুন