নেপালে গরু জবাই করায় গ্রেফতার ২
গরু জবাই করায় নেপালে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পোখারা লেখনাথ মেট্রোপলিটান সিটির শেরা বনাঞ্চল থেকে গত রবিবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো স্থানীয় বাসিন্দা রাম বাহাদুর নেপালী (৫৪) ও কৃষ্ণ নেপালী (৩৬)।
পুলিশ জানায়, তারা যেখানে গরু জবাই করেছিল সেখান থেকেই তাদের ধরা হয়। তাদের কাছ থেকে গরুর মাথা, পা ও তাজা মাংস উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গরু হচ্ছে নেপালের জাতীয় পশু এবং সেদেশের নতুন সংবিধান অনুযায়ী গরু জবাই শাস্তিযোগ্য অপরাধ।
সূত্র : হিমালয়ান টাইমস
শেয়ার করুন