ডোমিনিকান রিপাবলিকে নিখোঁজ সুদিক্ষা কোনানকির সন্ধানে জোর তল্লাশি চলছে
মেক্সিকোতে কারাগারে সংঘর্ষ, নিহত ২৮
মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমের গুয়েরিরো রাজ্যের একটি কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার আসাপুলকো শহরের সর্বোচ্চ নিরাপত্তার লাস ক্রুসেস কারাগারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুয়েরিরো রাজ্যটি মেক্সিকোর সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা। এটি মাদক উৎপাদনেরও সবচেয়ে বড় কেন্দ্র।
রাজ্যের নিরাপত্তা কর্মকর্তা রবার্তো আলভারেজ জানিয়েছেন, আটক বন্দীদের বিরোধী গ্যাঙগুলোর মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষ বেধে যায়। কর্তৃপক্ষ কারাগারের বিভিন্ন স্থান থেকে নিহত বন্দীদের লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজনের শিরশ্ছেদ করা হয়েছিল।
এর আগে গত বছর মেক্সিকোর উত্তরের শিল্প শহর মন্টারারির কারাগারে জেটাস মাদক পাচারকারী গ্রুপ ও বিরোধীদের সংঘর্ষে ৪৯জন বন্দী নিহত হয়।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন