ডোমিনিকান রিপাবলিকে নিখোঁজ সুদিক্ষা কোনানকির সন্ধানে জোর তল্লাশি চলছে
জাতিসংঘকে বৃদ্ধাঙুলি দেখিয়ে আবার বসতি নির্মাণে ইসরায়েল
অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে জাতিসংঘের সবশেষ প্রস্তাবকে বৃদ্ধাঙুলি দেখিয়ে ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ শুরু করেছে ইসরায়েল।
গায়ের জোরে ইসরায়েলের বসতি বিস্তারকে অবৈধ বলা হয়েছে জাতিসংঘের প্রস্তাবে এবং এ ধরনের বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের পরিপন্থি। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে ১৯৯২ সালের পর এই প্রথম পশ্চিম তীরে আবার বসতি নির্মাণ করছে ইসরায়েল।
রামাল্লাহ শহরের কাছে এমেক শিলোতে নতুন বসতি নির্মাণ করছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনাকে তাদের জন্য ‘সম্মান’ হিসেবে উল্লেখ করেছেন।
নেতানিয়াহু বলেন, ‘কয়েক দশক পর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জুডেয়া ও সামারিয়ায় (বাইবেলে উল্লেখিত পশ্চিম তীরের নাম) বসতি নির্মাণ করতে পারা আমার জন্য সম্মানের।’
নেতানিয়াহু বলেন, ‘বসতির জন্য আমাদের মতো ভালো সরকার হয় না এবং ভবিষ্যতেও হবে না।’ একই ধরনের দাম্ভিক উচ্চারণ করেছেন দেশটির সামরিকবিষয়ক মন্ত্রী আভিগদর লিবারম্যান। গত সপ্তাহে তিনি বলেন, ‘১৯৯২ সালের পর পশ্চিম তীরের এবারের বসিত নির্মাণ কার্যক্রম হবে সবচেয়ে বড়।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন