ডোমিনিকান রিপাবলিকে নিখোঁজ সুদিক্ষা কোনানকির সন্ধানে জোর তল্লাশি চলছে
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সেরা বাংলাদেশি তরিকুল
দুবাই আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় (ডিআইএইচকিউএ) সেরা খেতাব জিতেছে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম।
বৃহস্পতিবার ২১তম এ প্রতিযোগিতার 'বিউটিফুল ভয়েস' বিভাগের চতুর্থ পুরস্কারও অর্জন করেছে ১৩ বছর বয়সী এ কিশোর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর প্রকাশ করেছে।
প্রথম পুরস্কারের জন্য আড়াই লাখ দিরহাম পেয়েছে তরিকুল ইসলাম।
দুবাই প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্ব শেখ আহমদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাই সংস্কৃতি ও বিজ্ঞান সমিতির অডিটরিয়ামে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তরিকুল ইসলামসহ অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ অনুষ্ঠানে সৌদি আরবের বাদশাহ সালমানকে এ বছরে শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব হিসেবেও সম্মাননা দেয়া হয়, বাদশাহর প্রতিনিধি সেটি গ্রহণ করেন। এ দিন এ প্রতিযোগিতা উপভোগ করতে দেশটির গণমান্য ব্যক্তিরা মিলনায়তনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় প্রতিযোগিতায় শীর্ষ স্থান অর্জনের পর এ বাংলাদেশি কিশোর দুবাইয়ে ৮৯ জন প্রতিযোগীকে পিছনে ফেলে এ কৃতিত্ব দেখালেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন