লস এঞ্জেলেসে ট্রান্সজেন্ডার নারীকে গুলি করে হত্যার ঘটনায় LAPD-এর বিরুদ্ধে পরিবারের মামলা
লন্ডনে আবারও ‘সন্ত্রাসী হামলা’, নিহত ৬
ছবি: সংগৃহীত
ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই নির্বাচনের মাত্র চার দিন আগে আবারও সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। ৩ জুন শনিবার সাপ্তাহিক ছুটির রাতে লন্ডন ব্রিজে পথচারীদের মধ্যে গাড়ি চালিয়ে হামলা করা হয়।
স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে এই হামলায় ৬ জন নিহত হয়েছে এর মধ্যে পুলিশের গুলিতে ৩জন আক্রমণকারী রয়েছে এবং আহত হয়েছে অনেকে। কাছাকাছি সময়ে নিকটবর্তী বারা মার্কেট এলাকায় ছুরি হাতে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে কয়েকজন।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস অন্তত ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবর দিয়েছে। এর বাইরে আহত আরও কয়েকজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। লন্ডন মহানগর পুলিশ জানিয়েছেন, তারা লন্ডন ব্রিজ ও বারা মার্কেটের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহবান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।
ঘটনার সময় বিবিসির সাংবাদিক হলি জোন্স লন্ডন ব্রিজে ছিলেন। তিনি বলেন, একজন পুরুষ ‘ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে’ গাড়িটি চালাচ্ছিল।
সূত্র: বিবিসি
শেয়ার করুন