ডোমিনিকান রিপাবলিকে নিখোঁজ সুদিক্ষা কোনানকির সন্ধানে জোর তল্লাশি চলছে
নিলামে বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামী হাতব্যাগ
বিশ্বের সবচে দামী, এ রকম একটি হাতব্যাগ হংকং-এ সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে। এই হাতব্যাগে লাগানো আছে ডায়মন্ড ও হোয়াইট গোল্ড।
ব্যাগটি কুমিরের চামড়া দিয়ে বানানো।
এটি বিশেষ প্রজাতির কুমিরের চামড়া। একে বলা হয় হিমালয়ান কুমির। কারণ এর চামড়া দেখতে হিমালয়ের মতো শাদা।
ব্যাগটি যিনি কিনেছেন তার নাম গোপন রাখা হয়েছে। তবে নিলামে ব্যাগটি কত দামে বিক্রি হয়েছে তা জানানো হয়েছে। হাতব্যাগটি বিক্রি হয়েছে ২ লাখ ৯৯ হাজার ডলারে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন