ডোমিনিকান রিপাবলিকে নিখোঁজ সুদিক্ষা কোনানকির সন্ধানে জোর তল্লাশি চলছে
আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৮০
আফগানিস্তানে কাবুলের কূটনীতিকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণে নিহত সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮০ জনে। এছাড়াও আহত হয়েছেন তিন শতাধিক।
আলজাজিরার খবরে বলা হয়, বুধবারের ওই বিস্ফোরণটি ঘটে জানবাক স্কয়ারের খুব কাছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব এখনো কোনো দল স্বীকার করেনি।
হামলার স্থানটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেশটির ব্যস্ততম জায়গাগুলোর মধ্যে অন্যতম এটি। তা ছাড়া বেশ কিছু বিদেশি দূতাবাস সেখানে রয়েছে।
কয়েক সপ্তাহের মধ্যে এটিই ছিল কাবুলের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। ঘটনাস্থলে বড় ধরনের ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে।
ফাতিমা কাজি নামে একজন স্থানীয় আলজাজিরাকে জানান, বিস্ফোরণের শব্দ এতই ভয়াবহ ছিল যে, আমার জানালার কাঁচ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এর আগে এমন বিকট শব্দ শুনিনি।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন