কোন দেশ সামরিক শক্তিতে কত বেশি এগিয়ে!
বিশ্বের প্রায় প্রতিটি দেশ চেষ্টা করে নিজেদের সামরিকখাতকে উন্নত করার। এজন্য তারা এ খাতে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। আর এসব অর্থের সিংহভাগই যায় লোকবল এবং অস্ত্রশস্ত্রের পেছনে। বলা হয়ে থাকে, যে দেশের সামরিক খাতে যত বেশি অর্থ ব্যয় করা হয়ে থাকে সেই দেশে শক্তির দিক থেকে তত বেশি এগিয়ে।
সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা গেছে বর্তমানে বিশ্বে সামরিক শক্তিতে প্রথেমেই রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরের তিনটি স্থান দখলে রেখেছে এশিয়ার তিনটি দেশ। এর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারত। এই জরিপটি করা হয়েছে ১০৬ দেশের উপরে। জরিপে প্রাধান্য পেয়েছে দেশগুলোর সামরিকখাতে বাজেটের পরিমাণ, তাদের জনশক্তি এবং তাদের সামরিক বাহিনীর অস্ত্রশস্ত্রগুলোর পরিমাণ।
জরিপে দেখা যায়, বিশ্বে নিজেদের সামরিক খাতে সবচেয়ে ব্যয় করে যুক্তরাষ্ট্র। জানা যায়, বছরে দেশটি তার সামরিক খাতে প্রায় ৬০০ বিলিয়ন ডলার অর্থ ব্যয় করে থাকে। সামরিক খাতে লোকবলের দিক দিয়েও এগিয়ে রয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটি চীনের চেয়ে সামরিক খাতে কম অর্থ ব্যয় করলেও দেশটির সামরিক শক্তি চীনের থেকে একধাপ উপরে। জানা যায়, রাশিয়া তার সামরিক খাতে বছরে প্রায় ৪৫ বিলিয়ন ডলার ব্যয় করে যেখানে চীন করে ১৬১ বিলিয়ন ডলার। এছাড়া চতুর্থ স্থানে থাকা ভারত নিজ দেশের সামরিকখাতে ৫১ বিলিয়ন ডলার খরচ করে।
শেয়ার করুন