চার মাসে ৯০ হাজার আফগান বাড়ি ছেড়েছে
চলতি বছরের প্রথম চার মাসে আফগানিস্তানের প্রায় ৯০ হাজার লোক বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
জাতিসংঘ এক প্রতিবেদনে মঙ্গলবার জানিয়েছে, আফগানিস্তানের মোট ৩৪ প্রদেশের ২৭ প্রদেশে এ ঘটনা ঘটেছে। এতে আরো বলা হয়েছে, অধিকাংশ প্রদেশে সহিংসতা অব্যাহত থাকায় দেশটির সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়েছে।
আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব কুন্দুজ ও বাদাখশান প্রদেশে সবচেয়ে বেশি সহিংসতা দেখা যাচ্ছে। ওই দুই প্রদেশে তালেবানের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। গত মাসে আফগান তালেবান ‘বসন্ত সংঘাত’ ঘোষণা দেওয়ার পর সহিংসতা বেড়ে যায়। গত এক সপ্তাহে তারা দুটি জেলা দখল করে নিয়েছে।
২০১৭ সালের শুরু থেকে শুধু ওই দুই প্রদেশের ৩৪ হাজার ৮৮১ জন ঘরবাড়ি ছেড়ে স্থানান্তরিত হয়েছে। এ সময়ে দেশটির মোট স্থানান্তরিক লোকের মধ্যে তারা হলো ৪০ শতাংশ।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন