মুখ খুললেন ‘হিলারির পরাজয়ের কারণ’ কোমে
প্রেসিডেন্ট নির্বাচনের পর সংবাদ সম্মেলনে নিজের পরাজয়ের জন্য হিলারি ক্লিনটন দায়ী করেছিলেন এফবিআইয়ের তৎকালীন পরিচালক জেমস কোমেকে।
এবার মুখ খুললেন সেই কোমে। এক সিনেট কমিটির শুনানিতে তিনি বলেছেন, নির্বাচনের আগে হিলারির ই-মেইল ইস্যুতে নতুন করে তদন্তের ঘোষণার দেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল। আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেছেন, এটি ঢেকে রাখার মতো কিছু ছিল না।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল ইস্যুতে নতুন করে তদন্ত করার ঘোষণা দেন জেমস কোমে। ইস্যুটি সামনে আসায় হিলারির জনসমর্থনে হঠাৎ ধস নামে এবং শেষ পর্যন্ত নির্বাচনী দৌড়ে পিছিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প জয়ী হন।
বিষয়টি নিয়ে তদন্তের আহ্বান জানায় ডেমোক্রেটিক পার্টি। এ-সংক্রান্ত সিনেট কমিটি কোমেকে জিজ্ঞাসাবাদ করছেন। কঠিন প্রশ্নের মুখে পড়ছেন তিনি। তবে কোমের দাবি, তার কারণে নির্বাচন প্রভাবিত হয়েছে, এটি ভাবতেই তিনি বিরক্ত বোধ করেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন