পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা বলা হয়। তবে তারা কি নিয়ে আলোচনা করবেন সে বিষয়ে কোনো ধরনের ইঙ্গিত দেয়া হয়নি।
কোরিয়া উপদ্বীপে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা যখর তুঙ্গে, তখনই এ ফোনালাপের কথা জানালো হোয়াইট হাউস। গত মাসে কোরীয় উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী এবং একটি সাব মেরিন রণতরী মোতায়েনের পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকিতে পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে। ধারণা করা হচ্ছে, টেলিফোনালাপে উত্তর কোরিয়া সংকট নিয়েই আলোচনা করবেন বিশ্বের শীর্ষ এ দুই নেতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ইতোমধ্যে পুতিনের সঙ্গে দুই বার টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। গত ২৮ জানুয়ারি পুতিন অভিনন্দন জানিয়ে ট্রাম্পকে যে টেলিফোন করেন সেসময় উভয়ে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) কিভাবে দমন করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
সর্বশেষ গত ৩ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প সেন্ট পিটার্সবাগ মেট্রো ট্রেনে ভয়াবহ বোমা হামলায় ১৫ জন নিহত হওয়ায় টেলিফোন করে রাশিয়ার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন।
শেয়ার করুন