মায়ানমারে পানি উত্সবে নিহত ২৮৫
গত বছর এই উত্সবে মারা গিয়েছিল ২৭২ জন
মায়ানমারে পানি উত্সবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৫ জনে। এতে আহত হয়েছেন ১ হাজার ৭৩ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।
থিংগিয়ান পানি উত্সব মায়ানমারের প্রাচীন ঐতিহ্য। একে অপরের গায়ে পানি ছিটিয়ে পালিত হয় এই উত্সব, যা মায়ানমারের বর্ষবরণ উত্সব। বার্মিজ ক্যালেন্ডার অনুযায়ী এই উত্সব এপ্রিলের মাঝামাঝি কোনো একটি তারিখে হয়, চার বা ৫ দিন ব্যাপী। এবারের উত্সব হয় বৃহস্পতিবার থেকে রবিবার।
গত বছরের মতো এ বছরও উত্সবের নামে চলে ব্যাপক তাণ্ডব। পুলিশের কাছে প্রায় ১২০০ অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। একে অপরকে ভেজানোর উত্সবের নামে চলেছে খুন, গাড়ি দুর্ঘটনা, ড্রাগ সেবন, চুরি, সংগঠিত অপরাধ, দাঙ্গা। নিহত হয়েছে ২৮৫ জন। নে পি ত, ইয়াঙ্গন থেকে শুরু করে মান্দালয়-- দেশের সব জায়গায় একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত বছর এই উত্সবে মারা গিয়েছিল ২৭২ জন
শেয়ার করুন