উড়ন্ত বিমানে ৪২ হাজার ফুট উঁচুতে সন্তান প্রসব
মাটি থেকে ৪২ হাজার ফুট উঁচুতে উড়ন্ত টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে সন্তান প্রসব করেছেন একজন ফরাসী নারী। মধ্য আকাশে তার প্রসব যন্ত্রণা শুরু হলে বিমানের কেবিন ক্রুদের সাহায্যে সফলভাবে সন্তান জন্ম দিতে সক্ষম হন তিনি।
৭ এপ্রিল শুক্রবার বিমানটি গিনির রাজধানী থেকে ইস্তাম্বুলে আসছিল। উড্ডয়নের কিছু পরই ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। পরে এ ধরনের পরিস্থিতিতে ধাত্রীবিদ্যায় পারদর্শী কেবিন ক্রুদের সাহায্যে শিশুটির জন্ম হয়।
তার নাম রাখা হয়েছে কাদিজু। বিমানে আকষ্মিকভাবে এ অতিরিক্ত যাত্রীকে পেয়ে সবাই আনন্দে মেতে উঠেন। কেবিন ক্রুদের সঙ্গে সেই আনন্দে সামিল হন সাধারণ যাত্রীরাও।
শিশুটির জন্মের পরপরই বিমানটি বারকিনা ফাসোতে প্রয়োজনীয় চিকিৎসার জন্য জরুরি অবতরণ করে। পরে প্রয়োজনীয় চিকিৎসা শেষ তারা আবারও ইস্তাম্বুলে উড়াল দেন। মা-মেয়ে দু’জনই সুস্থ আছেন।
শেয়ার করুন