সুইডেনে ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়ল ট্রাক, নিহত তিন
সুইডেনের রাজধানী স্টকহোমে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাক ঢুকে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে রাজধানীর কাছের কুইন স্ট্রিটে এ ঘটনা ঘটে।
তবে স্টকহোম পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে। পুলিশ জানায়, শুক্রবার বিকালে এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে।
সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন বলেন, দেশ হামলার শিকার হয়েছে, সন্ত্রাসী হামলা হয়েছে। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ একটি ট্রাক একটি ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরে ঢুকে যায়। এ সময় মানুষজন ছোটাছুটি করছিল। ওই ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত লেইফ আর্নমার নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি জানি না, ঠিক কতজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় অনেকেই হতবাক হয় পড়েছেন।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন