মার-এ-লাগোতে বৈঠকে বসবেন ট্রাম্প-জিনপিং
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। ফ্লোরিডার অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগোতে জিনপিংকে স্বাগত জানাবেন ট্রাম্প।
জিনপিং ও তার স্ত্রী লোকসংগীত শিল্পী পেং লিউয়ানের সম্মানার্থে বৃহস্পতিবার নৈশভোজের আয়োজন করেছেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। শুক্রবার মধ্যাহ্ণভোজনের পর শেষ হবে দ্বিপাক্ষিক বৈঠক।
আলোচনায় ট্রাম্পের প্রধান বিষয় থাকতে যাচ্ছে উত্তর কোরিয়া। এছাড়া চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতির বিষয়টিও প্রাধান্য পাবে। অপরদিকে জিনপিংয়ের জন্য প্রধান আলোচ্য বিষয় হচ্ছে তাইওয়ান।
নির্বাচনে জয়ের পর ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল চীন। ওই সময় ট্রাম্প জানিয়েছিলেন, এক চীন নীতি মানতে যুক্তরাষ্ট্র বাধ্য নয়। এরপরই তাইওয়ান ইস্যুতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। এছাড়া উত্তর কোরিয়া ইস্যুতে চীনের নমনীয় ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প।চলতি সপ্তাহের প্রথম দিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন,
চীন উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমেরিকা একাই ব্যবস্থা নেবে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন