শুক্রবার আবারও লস এঞ্জেলেসে বৃষ্টি, তবে সপ্তাহান্তে আবহাওয়া শুষ্ক থাকবে
এবার পাকিস্তানের মাটিতে নিষিদ্ধ আমেরিকানরা!
সোমবার আমেরিকা সফরে যেতে গিয়ে ভিসা পাননি পাকিস্তান সিনেটের ডেপুটি চেয়ারম্যান তথা পাকিস্তানের একটি বড় ইসলামিক দলের নেতা মৌলানা আব্দুল গফুর হায়দেরি। জাতিসংঘের হেডকোয়ার্টারে একটি বিশেষ বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু টেকনিক্যাল এরোর দেখিয়ে ভিসা আটকে দেওয়া হয়েছে পাকিস্তান সিনেটের ডেপুটি চেয়ারম্যানের। এদিকে আমেরিকার এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে গোটা পাকিস্তান।
আর সেই কারণে মার্কিন কোন প্রতিনিধি, কংগ্রেস সদস্য বা কূটনীতিবিদকে পাকিস্তান সিনেট স্বাগত জানাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। পাক সিনেটের চেয়ারম্যান রেজা রাব্বানি এই নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ ঘিরেই শুরু হয়েছে নানান জল্পনা। অনেকের মতে, কার্যত আমেরিকার সিদ্ধান্তের বদলা নিতে এবার কি পাকিস্তানের মাটিতে নিষিদ্ধ হচ্ছে আমেরিকা? যদিও এই বিষয়ে নওয়াজ সরকার কোন সিদ্ধান্ত নেয়নি বলেই জানা গেছে। পাক সিনেটের চেয়ারম্যানের এই নির্দেশিকা ঘিরেই শুরু হয়েছে এই জল্পনা!
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আন্তসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ’র চলতি মাসের ১৩ থেকে ১৪ তারিখে অনুষ্ঠিত বৈঠকে সিনেটর হায়দারির নেতৃত্বে পাক প্রতিনিধি দলের যোগ দেওয়ার কথা ছিল। ভিসা বিলম্বের কারণে সে বৈঠকে যোগ দিতে পারেন নি মাওলানা হায়দারি। পরে পাক সিনেটের চেয়ারম্যানের নির্দেশে এই সফর বাতিল করেন মাওলানা হায়দারি। এর পরিপ্রেক্ষিতে মার্কিন কোন প্রতিনিধি, কংগ্রেস সদস্য বা কূটনীতিবিদকে পাকিস্তান সিনেট স্বাগত জানাবে না বলে নির্দেশ দেন রেজা রাব্বানি।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন