শুক্রবার আবারও লস এঞ্জেলেসে বৃষ্টি, তবে সপ্তাহান্তে আবহাওয়া শুষ্ক থাকবে
ভারতের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
‘স্টার ওয়রস’-এর ধরনে হানাদার ব্যালিস্টিক মিসাইলকে ভোঁতা করে দেওয়ার ক্ষমতা রাখে, এমন একটি ইন্টারসেপ্টর মিসাইল পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করল ভারত। এর ফলে দ্বিস্তরীয় ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার হবে ভারতের।
শনিবার ওড়িশার হুইলার আইল্যান্ড বা আবদুল কালাম আইল্যান্ড থেকে উৎক্ষেপণ করা হয় ওই ইন্টারসেপ্টর মিসাইলটিকে।
দেশের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র এক পদস্থ কর্তা জানিয়েছেন, যে ‘পৃথিবী ডিফেন্স ভেহিক্যালস’ (পিডিভি) কে পাঠানো হবে পৃথিবীর ৫০ কিলোমিটার ওপরের বায়ুমণ্ডলে, ওই ইন্টারসেপ্টর মিসাইলটি রাখা থাকবে তার মধ্যেই।
পরীক্ষাটি করা হল কীভাবে?
বঙ্গোপসাগর থেকে ছুটে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ভোঁতা করে দেওয়া হল ওড়িশার কালাম আইল্যান্ড থেকে ছোড়া ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে। ১০০ কিমি দূরত্ব থেকে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন