শুক্রবার আবারও লস এঞ্জেলেসে বৃষ্টি, তবে সপ্তাহান্তে আবহাওয়া শুষ্ক থাকবে
যেভাবে জেদ্দা বিমানবন্দরে বিমানে আগুন, প্রাণে রক্ষা ৩৬৫ বিমানযাত্রীর
সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরাকি একটি বিমান অবতরণ করার সময় হঠাৎ আগুন ধরে যায়।
তবে পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আগেই দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে বিমানের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানা গেছে। এতে মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেলেন ৩৬৫ আরোহী।
আরব নিউজের খবরে বলা হয়, বিমানটি অবতরণ করার সময় এর একটি চাকার টায়ারে আগুন ধরে যায়। অতিমাত্রায় গরম হয়ে যাওয়ার কারণেই আগুন ধরে গিয়েছিল। আগুন ধরার পর পরই নিরাপদে সব আরোহীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
এই দুর্ঘটনা সম্পর্কে বিমান কর্তৃপক্ষ বা বিমান চলাচল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি বলে স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করেছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন