শুক্রবার আবারও লস এঞ্জেলেসে বৃষ্টি, তবে সপ্তাহান্তে আবহাওয়া শুষ্ক থাকবে
রাশিয়ান বিমানবাহিনীকে যুদ্ধপ্রস্তুতির নির্দেশ পুতিনের
রাশিয়ার বিমানবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে মহড়া শুরু করার জন্য সামরিক বাহিনীকেও তিনি নির্দেশ দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ তথ্য নিশ্চিত করেছেন।
রাশিয়ার বার্তা সংস্থা 'তাস' এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, শত্রুর সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় রুশ বিমান বাহিনীর যুদ্ধপ্রস্তুতি যাচাই ও জোরদারের জন্য পুতিন নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশ পাওয়ার পর মঙ্গলবার বিষয়টি নিয়ে পরীক্ষা-নীরিক্ষা শুরু হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, সেনাসদস্যরাও যুদ্ধকালীন প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে।
তিনি বলেন, ‘মহড়ায় বিশেষ করে যুদ্ধকালীন সতর্কতা, যুদ্ধের সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন এবং এয়ার গ্রুপিংয়ের মনোযোগ দেওয়া হবে।’
পুতিন এমন সময় এ মহড়ার ঘোষণা দিলেন যখন ন্যাটোর ঙ্গে রাশিয়ার সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর গত কয়েক বছর ধরে রাশিয়া তার সামরিক শক্তি বৃদ্ধি করছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন