মালয়েশিয়ায় নৌকা ডুবে ১০ জনের মৃত্যু
মালয়েশিয়া উপকূলে নৌকা ডুবে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ৩০ জন। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মালয়েশিয়ার উপকূল রক্ষী সংস্থা জানিয়েছে, সোমবার ভোরে ছয় নারী ও চার পুরুষের মৃতদেহ পূর্ব উপকূলীয় শহর মারসিংয়ের সমুদ্র সৈকতে ভেসে এসেছে।
সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের বিশ্বাস নৌকাটিতে ৪০ জন ইন্দোনেশীয় ছিল। এর সবাই অবৈধ অভিবাসনপ্রত্যাশী ছিল বলে ধারণা করছি আমরা।’
তিনি জানান, নৌকাটি ইন্দোনেশিয়া থেকে যখন মালয়েশিয়ার দিকে আসছিল তখনই ডুবে যায়। নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল। সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাতে হয়তো এটি ডুবে গেছে। দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নৌকার নিখোঁজ আরোহীদের উদ্ধারে অভিযান চলছে।
প্রসঙ্গত, মালয়েশিয়া উপকূলে প্রায়ই এ ধরণের নৌকাডুবির ঘটনা ঘটে থাকে। গত বছরের নভেম্বরে বাটাম আইল্যান্ডের কাছে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া ফিরে যাওয়ার সময় একটি নৌকা ডুবে যায়। এতে ৪০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন