ভারতে ট্রেন লাইনচ্যুত : নিহত ২৩
ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুনেরু স্টেশনের কাছে একটি ট্রেনের কয়েকটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।টাইমস অব ইন্ডিয়া জানায়, হীরাখণ্ড এক্সপ্রেস ট্রেনটি জগদলপুর থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল।
পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা জে পি মিশ্র বলেন, ট্রেনটির সাতটি বগি ও ইঞ্জিন ছাড়াও মালবাহী একটি ভ্যান, দুটি জেনারেল কোচ, দুটি স্লিপার কোচ, একটি এসি থ্রি টায়ার কোচ এবং একটি এসি টু টায়ার কোচ লাইনচ্যুত হয়েছে।
জে পি মিশ্র আরো জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন