ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমির মৃত্যু
ইরানের সাবেক প্রেসিডেন্ট আলি আকবর হাশেমি রাফসানজানি মারা গেছেন। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।
হৃদরোগে আক্রান্ত রাফসানজানিকে তেহরানের হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। এমন তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রেস টিভি।
আলি আকবর হাশেমি রাফসানজানি ১৯৮০-র দশক থেকে ইরানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও আলোচিত ব্যক্তিত্ব ছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি মাহমুদ আহমাদিনেজাদের কাছে পরাজিত হয়ে রাষ্ট্রপতির পদ হারান।
মৃত্যুর আগ পর্যন্ত আলি আকবর হাশেমি রাফসানজানি ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের প্রধান ছিলেন। এ কিউন্সিলের কাজ হলো পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মতবিরোধ নিরসন করা।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন