৫৫ মিলিয়ন ডলারের মাদক বাজেয়াপ্ত, ৩ সন্দেহভাজন ফেন্টানাইল পাচারকারী গ্রেফতার
প্রধানমন্ত্রীর পদত্যাগ
সরকার বিরোধী বিক্ষোভে পদত্যাগ করেছেন হাইতির প্রধানমন্ত্রী লরেন্ট লামোতে।রোববার সকালে টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, “নিজের দায়বদ্ধতা থেকেই আজ সন্ধ্যায় আমি পদত্যাগ করছি। দেশের জনগণ একটা পরিবর্তন চায়।”প্রেসিডেন্ট মাইকেল মারটেলিরও পদত্যাগের দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরা। প্রেসিডেন্টের বিরুদ্ধে একনায়কত্বের অভিযোগ এনেছে বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ২০১১ সালের নির্বাচনকে ইচ্ছে করে বিলম্বিত করা হয়েছে সরকারের পক্ষ থেকে।নির্বাচন না হবার জন্য বিরোধীদলের ছয় সিনেটরকে দায়ী করেছে সরকারপক্ষ। তারা বলছে, বিরোধী সিনেটররা একাজ বাধা দিয়েছে। বিরোধী সিনেটররা বলছে, সরকার যে আইন করেছে তা অবৈধ এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক।২০১২ সালে লামোতেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন দেশটির প্রেসিডেন্ট। গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়তে পারেন লামোতে। গত কয়েক সপ্তাহ ধরে নতুন নির্বাচনে দাবিতে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।
শেয়ার করুন