তুরস্কে আবারও বিস্ফোরণ : নিহত ৪
তুরস্কের পশ্চিমাঞ্চলের শহর ইজমিরে দুটি গাড়িবোমা বিস্ফোরণে দুই হামলাকারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগিরক রয়েছেন। এ ছাড়া বিস্ফোরণে আরো অনেকেই আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, তুরস্কের ইজমির শহরে আদালত চত্বরে বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু নিউজ অ্যাজেন্সি বলছে, গাড়ি বোমা বিস্ফোরণের পর নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই হামলাকারীও নিহত হয়েছে। তৃতীয় হামলাকারীকে খুঁজছে পুলিশ। এর আগে নববর্ষের রাতে ইসতাম্বুলের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় ২৯ জনের প্রাণহানি ঘটে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন